হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
হোসেনপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটি নিয়ে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে হোসেনপুর উপজেলা বিএনপি। দলটির দাবি, এই কমিটি মূলধারার সাংবাদিকদের অবজ্ঞা করে এবং অবৈধভাবে প্রেসক্লাব দখলের উদ্দেশ্যে গঠন করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিন স্বাক্ষরিত এক প্রতিবাদ বিবৃতিতে বলা হয়, সম্প্রতি কিছু সুবিধাবাদী ও অসাধু সাংবাদিক পরিচয়ধারী ব্যক্তি নিয়মবহির্ভূতভাবে হোসেনপুর প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা করেছে। এদের অধিকাংশই কখনো প্রেসক্লাবের নিয়মিত সদস্য ছিলেন না বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় সাংবাদিকরা প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, প্রেসক্লাবের সিনিয়র ও মূলধারার সাংবাদিকদের সম্মতি ছাড়াই তাদের নাম ব্যবহার করে কমিটি গঠন করা হয়েছে, যা স্বৈরাচারী মনোভাবের প্রকাশ, মানবাধিকার লঙ্ঘন এবং মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী।
উপজেলা বিএনপি বিবৃতিতে অবিলম্বে অনৈতিক ও একতরফা এ কর্মকাণ্ডের অবসান ঘটিয়ে প্রকৃত সাংবাদিকদের ঐক্য, মর্যাদা ও অধিকার রক্ষার আহ্বান জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.