মাগুরা (মহম্মদপুর) প্রতিনিধি
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি তাদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে। মাগুরা-২ (মহম্মদপুর, শালিখা ও মাগুরা সদরের আংশিক এলাকা) আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠকে প্রাথমিক প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়।
প্রাথমিক তালিকা ঘোষণার পরপরই মাগুরার মহম্মদপুর উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে বিএনপির সমর্থকরা আনন্দ মিছিল করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।	
                        
                                                
                        
                        
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    