জয়পুরহাট প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসন থেকে বিএনপি প্রার্থী হিসেবে লড়বেন সাবেক সচিব ও ঢাকা বিভাগের কমিশনার আব্দুল বারী।
সোমবার (৩ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনের প্রাথমিক প্রার্থীদের তালিকা ঘোষণা করেন।
আব্দুল বারী কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের বলি শিবসমুদ্র গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি ২০০১-২০০৫ সালের মধ্যে ঢাকা জেলার জেলা প্রশাসক ও ঢাকা বিভাগের যুগ্মসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। চলতি বছরের ২১ জুলাই তিনি বিএনপিতে যোগদান করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.