রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনা-৪ (তেরখাদা-রূপসা-দিঘলিয়া) আসনের জন্য বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন দলের তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর নাম ঘোষণা করেন।
মনোনয়নের খবরের সঙ্গে সঙ্গে তেরখাদা উপজেলা সদরে উৎসবের আবহ তৈরি হয়। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বর্ণাঢ্য মিছিল বের করে প্রধান সড়ক প্রদক্ষিণ করেন এবং পরে টিএনটি মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন। স্লোগানের ঢেউয়ে মুখরিত সমাবেশে নেতাকর্মীরা জানান, আজিজুল বারী হেলালের প্রার্থীতা ঘোষণার মাধ্যমে তেরখাদায় বিএনপি নতুন উদ্যমে মাঠে ফিরে এসেছে।
স্থানীয় রাজনৈতিক সূত্র জানায়, দীর্ঘদিনের অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং জনগণের কাছে গ্রহণযোগ্যতা বিবেচনা করে কেন্দ্রীয় কমিটি আজিজুল বারী হেলালের নাম চূড়ান্ত করেছে। ঘোষণার সঙ্গে সঙ্গে তেরখাদা, রূপসা ও দিঘলিয়া উপজেলাজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমেও শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যা বইতে থাকে।
মনোনয়ন প্রসঙ্গে আজিজুল বারী হেলাল বলেন,
“এটি খুলনা-৪ আসনের জনগণের বিশ্বাস ও ভালোবাসার প্রতিফলন। আমি দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞ। সবাইকে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলনে অংশ নেওয়ার এবং কৃতজ্ঞতার সঙ্গে শুকরিয়া আদায়ের আহ্বান জানাচ্ছি।”
তেরখাদা উপজেলা বিএনপির নেতারা মন্তব্য করেন, আজিজুল বারী হেলালের প্রার্থীতা ঘোষণার সঙ্গে সঙ্গে স্থানীয় রাজনীতিতে নতুন প্রাণ এসেছে। তাঁদের আশা, তাঁর নেতৃত্বে মাঠ পর্যায়ের সংগঠন আরও শক্তিশালী হবে এবং আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আজিজুল বারী হেলালের মনোনয়ন খুলনা-৪ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে, যা আসন্ন নির্বাচনে
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.