Nabadhara
ঢাকাসোমবার , ৩ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে বিএনপির দুই হেভিওয়েট প্রার্থী, খালেদা জিয়া ও ডা. জাহিদ হোসেন

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
নভেম্বর ৩, ২০২৫ ১১:০৫ অপরাহ্ণ
Link Copied!

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর জেলায় দুই হেভিওয়েট প্রার্থী মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আর দিনাজপুর-৬ (বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট) আসনে প্রফেসর ডাঃ এ জেড এম জাহিদ হোসেন দলীয় প্রার্থী হিসেবে লড়বেন।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটি ও সাংগঠনিক টিমের যৌথ বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রাথমিকভাবে ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে, যার মধ্যে দিনাজপুর জেলা থেকে এ দুইজনের মনোনয়নকে “রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত” হিসেবে দেখা হচ্ছে।

দিনাজপুর-৩ আসনে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রার্থিতা এ অঞ্চলের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। অপরদিকে দিনাজপুর-৬ আসনে চিকিৎসক ও দলের শীর্ষস্থানীয় নেতা প্রফেসর ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের মনোনয়নকে সংগঠনের তৃণমূল পর্যায়ে উদ্দীপনার প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

স্থানীয় সচেতন মহল বলছেন, দিনাজপুরে বিএনপির এ দুটি মনোনয়ন রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ—একদিকে ঐতিহ্য, অন্যদিকে তরুণ নেতৃত্ব ও সাংগঠনিক গতিশীলতা। বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাটে ইতোমধ্যে ডাঃ জাহিদ হোসেনকে ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে জয়ের প্রত্যাশা ও মাঠের উত্তেজনা বাড়তে শুরু করেছে।

উল্লেখ্য, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচন তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।