মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর জেলায় দুই হেভিওয়েট প্রার্থী মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আর দিনাজপুর-৬ (বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট) আসনে প্রফেসর ডাঃ এ জেড এম জাহিদ হোসেন দলীয় প্রার্থী হিসেবে লড়বেন।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটি ও সাংগঠনিক টিমের যৌথ বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রাথমিকভাবে ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে, যার মধ্যে দিনাজপুর জেলা থেকে এ দুইজনের মনোনয়নকে “রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত” হিসেবে দেখা হচ্ছে।
দিনাজপুর-৩ আসনে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রার্থিতা এ অঞ্চলের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। অপরদিকে দিনাজপুর-৬ আসনে চিকিৎসক ও দলের শীর্ষস্থানীয় নেতা প্রফেসর ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের মনোনয়নকে সংগঠনের তৃণমূল পর্যায়ে উদ্দীপনার প্রতীক হিসেবে দেখা হচ্ছে।
স্থানীয় সচেতন মহল বলছেন, দিনাজপুরে বিএনপির এ দুটি মনোনয়ন রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ—একদিকে ঐতিহ্য, অন্যদিকে তরুণ নেতৃত্ব ও সাংগঠনিক গতিশীলতা। বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাটে ইতোমধ্যে ডাঃ জাহিদ হোসেনকে ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে জয়ের প্রত্যাশা ও মাঠের উত্তেজনা বাড়তে শুরু করেছে।
উল্লেখ্য, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচন তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.