Nabadhara
ঢাকামঙ্গলবার , ৪ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কেন্দুয়ায় আওয়ামীলীগ কর্মী সমরেন্দ্র বিশ্ব শর্মার বিরুদ্ধে থানায় জিডি ‎

কেন্দুয়া (নেত্রকোনা)প্রতিনিধি
নভেম্বর ৪, ২০২৫ ১:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

কেন্দুয়া (নেত্রকোনা)প্রতিনিধি

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় আওয়ামী লীগের কর্মী সমরেন্দ্র বিশ্বশর্মার বিরুদ্ধে কেন্দুয়া থানায় সাধারণ ডায়েরী রুজু করা হয়েছে। সোমবার ৩ নভেম্বর সন্ধ্যার পর

‎প্রাণনাশের হুমকি ও নানা ভাবে হয়রানির আশঙ্কায়  সংবাদকর্মী সমরেন্দ্র বিশ্বশর্মার  বিরুদ্ধে ভুক্তভোগী
‎এ জিডি করেছেন।

‎জানা গেছে, দৈনিক ময়মনসিংহ প্রতিদিনের কেন্দুয়া উপজেলা প্রতিনিধি ও দৈনিক প্রলয়ের জেলা প্রতিনিধি ছিলিমপুর গ্রামের মাজহারুল ইসলাম উজ্জ্বল বাদী হয়ে এ জিডি দায়ের করেছেন।

‎জিডিতে বাদী  মাজহারুল ইসলাম উজ্জ্বল লিখিতভাবে উল্লেখ করেছেন, উজ্জ্বলএকজন পেশাদার সংবাদকর্মী ও জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সাবেক ছাত্রনেতা ও ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে পেশাগত দায়িত্ব পালন সহ রাজনীতিতে সক্রিয় একজন সৎ ও শান্তিপ্রিয় নাগরিক।

‎গত প্রায় একমাস ধরে  বিগত দিনের কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে ভোট প্রয়োগকারী ভোটার ও বিগত দিনে ধর্মীয় দাঙ্গাসৃষ্টির পায়তারাকারী  অসৎ প্রকৃতির  লোক সমরেন্দ্র বিশ্বশর্মা,পিতা গৌরাঙ্গ চন্দ্র,গ্রামঃ গোপালাশ্রম পরবর্তীতে সাজিউড়া,বর্তমানে কেন্দুয়া বাজারে ভাড়াটিয়া হিসেবে বসবাসকারী। বিগত একমাস যাবৎ পেশাগত দায়িত্ব পালন সংক্রান্ত বিষয়ে সাংবাদিক উজ্জ্বলের প্রতি শত্রুতা পোষণ করে আসছে।

‎লিখিত জিডিতে আরও উল্লেখ করা হয়েছে-সমরেন্দ্র বিশ্বশর্মা উজ্জ্বলকে নানা সময়ে প্রাণনাশের হুমকি প্রদান করেছে এবং বিভিন্নভাবে ভয়ভীতি ও হয়রানি করার চেষ্টা করছে। গত ২৫ /১০/২০২৫ ইং তারিখ শনিবার সন্ধ্যার পর আনুমানিক ৬ টার দিকে কেন্দুয়া হাই স্কুল খেলার মাঠ সংলগ্ন স্থানে উজ্জ্বল সহ কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম ও সাংবাদিক কিশোর কুমার শর্মা,মজিবুর রহমানসহ সমরেন্দ্র বিশ্বশর্মার  সাথে দেখা হলে সে উজ্জ্বলকে উদ্দেশ্য করে সরাসরি বলে, কেন্দুয়ায় সাংবাদিকতা করতে গেলে তার কথামত চলতে হবে নইলে সে উজ্জ্বলকে বেকায়দা ফেলে দেবে। সে আরও বলে ইউএনও, ওসি,ডিবির সাথে তার গভীর সম্পর্ক আছে। তার কথামত না চললে সে উজ্জ্বলকে মিথ্যা ঘটনা সাজিয়ে ডিবি দিয়ে ধরিয়ে দেবে।

‎এছাড়াও সে হুমকি দিয়ে বলে,আগামীদিনে আওয়ামীলীগ ক্ষমতায় আসলে উজ্জ্বলের অস্তিত্ব কেন্দুয়ার মাটিতে রাখবে না। এই সব হুমকির বিষয় নিয়ে বলাবলি করলে বা বাড়াবাড়ি করলে ইউএনও এবং দুলাল চেয়ারম্যানের ভাতিজা লাইমুনকে দিয়ে  উজ্জ্বলকে একেবারে সাইজ করে ফেলবে বলেও হুমকি দেয় বলে বাদী মাজহারুল ইসলাম উজ্জ্বল জিডিতে উল্লেখ করেছেন।

‎এহেন ঘটনায় উজ্জ্বল ও তার পরিবারের সদস্যরা চরম আতঙ্কে রয়েছে । যে কোনো সময় সমরেন্দ্র বিশ্বশর্মার দ্বারা তার ষড়যন্ত্রে উজ্জ্বলের উপর বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে।   উপস্থিত স্বাক্ষী গণ ঘটনার প্রমাণ করিবেন বলেও জানান উজ্জল।

‎এ বিষয়ে ভুক্তভোগী মাজহারুল ইসলাম উজ্জ্বল জানান, জননিরাপত্তার স্বার্থে আমার জীবনের কোনো অঘটন ঘটলে সমরেন্দ্র বিশ্বশর্মাই তার জন্য দায়ী থাকবে— বিষয়ে কেন্দুয়া থানায় একটি সাধারণ ডায়েরি নথিভুক্ত করেছি।

‎এ বিষয়ে সংবাদকর্মী কিশোর কুমার শর্মা জানান, সমরেন্দ্র উজ্জ্বলের সাথে যে ঘটনা ঘটিয়েছে তা খুবই নিন্দনীয়। এর বিচার চাই।

‎দৈনিক মানবজমিনের সাংবাদিক মজিবুর রহমান কিবরি জানান, আমরা শান্তি প্রিয় মানুষ। আমাদের সামনে যা ঘটেছে উজ্জ্বল সে বিষয়েই কেন্দুয়া থানায় জিডি করেছে। এর উপযুক্ত বিচার দাবী করছি।

‎এ ঘটনার বিষয়ে কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম জানান,ওইদিন সমরেন্দ্র বিশ্বশর্মা গণমাধ্যমকর্মী উজ্বলের সাথে যে ঘটনা ঘটিয়েছে,আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং তার শাস্তি দাবি করছি।

‎এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান,সংবাদকর্মী মাজহারুল ইসলাম উজ্জ্বলের লিখিত পেয়ে  সাধারন ডায়েরি হিসেবে তা নথিভুক্ত করেছি এবং এ বিষয়ে তদন্তের দায়িত্বভার অর্পণ করা হয়েছে। তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে পরবর্তীতে প্রয়োজনীয় আইনি  পদক্ষেপ গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।