মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাহাড়ি জনপদ বোবারথল এলাকার জনগণকে উচ্ছেদ ও ভূমি দখলের অভিযোগে সংবাদ প্রকাশ করায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক মশাহিদ আহমদ খালাস পেয়েছেন।
সোমবার (৩ নভেম্বর) সিলেট সাইবার ট্রাইব্যুনালের বিচারক লুৎফুন নাহার এ রায় ঘোষণা করেন। মামলাটির তিন বছর ধরে চলমান শুনানির পর এই রায় ঘোষণা করা হয়। সাংবাদিক মশাহিদ আহমদের পক্ষে আইনি লড়াই পরিচালনা করেন অ্যাডভোকেট মামুনুর রশিদ।
মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের কণ্ঠ ও সিলেট বাণী পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি মশাহিদ আহমদের বিরুদ্ধে ২০২৩ সালের ১৫ মার্চ স্কয়ার গ্রুপের লীজকৃত শাহবাজপুর চা-বাগান কর্তৃপক্ষ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা (নম্বর ৩৫/২৩) দায়ের করে।
অভিযোগ ছিল— সাংবাদিক মশাহিদ আহমদ বোবারথল এলাকার প্রায় ৯০০ পরিবারের ভূমি দখল ও উচ্ছেদ চেষ্টার সংবাদ প্রকাশ করে চা-বাগান কর্তৃপক্ষের মানহানি করেছেন। তবে তদন্তে এসব অভিযোগের সত্যতা না পাওয়ায় আদালত তাঁকে খালাস দেন।
এর আগে ২০২৪ সালের ১৪ মার্চ তিনি স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করলে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানো হয়। পরে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাঁকে বেকসুর খালাস দেন।
উল্লেখ্য, মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সীমান্তবর্তী বোবারথল জনপদে প্রায় ১৮ হাজার মানুষ প্রজন্মের পর প্রজন্ম ধরে বসবাস করছেন। সেখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়, এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়, দাখিল মাদরাসা, বাজার, বিজিবি ক্যাম্প ও বিভিন্ন উপাসনালয় রয়েছে। স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে এ এলাকা ছিল মুক্তিযোদ্ধাদের আশ্রয়স্থল।
স্থানীয়দের অভিযোগ, শাহবাজপুর চা-বাগান কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে এলাকার খাস জমি দখলের উদ্দেশ্যে মিথ্যা মামলা দিয়ে হয়রানি চালিয়ে আসছে। সাংবাদিক মশাহিদ আহমদ সেই বিষয়েই সংবাদ প্রকাশ করেছিলেন, যা পরবর্তীতে মামলা পর্যন্ত গড়ায়।

                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    