মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাগুরা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীকে ঘিরে মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের মোবারকপুর এলাকায় দু-দফা সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নারীও রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ মাঠে নেমেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি থেকে এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীকে দলীয় মনোনয়ন দেওয়ার খবর ছড়িয়ে পড়লে সোমবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে নহাটা ইউনিয়নের মোবারকপুর এলাকায় নিতাই রায় সমর্থক ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে।
দুই পক্ষের মধ্যে মারামারিতে অন্তত ২০ জন আহত হন। গুরুতর আহত আনোয়ার মোল্যা (৫০), হাজেরা বেগম (৬০), শিরিনা বেগম (৪৫), ইমরান হোসেন (২৫), ভাষান মোল্যা (৪৫), হাসর মোল্যা (২৫), কামরুল মোল্যা (৫০) ও মহিউদ্দিন ফকির (২৫)-কে মাগুরা সদর হাসপাতাল, মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতের সংঘর্ষের পর আহতদের দেখতে হাসপাতালে যান রবিউল ইসলাম নয়ন। পরে তার সমর্থকরা নিতাই রায়ের মনোনয়ন বাতিলের দাবিতে মহম্মদপুর বাজারে বিক্ষোভ মিছিল করেন। এসময় নিতাই রায় সমর্থকরা তাদের ধাওয়া দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পরদিন মঙ্গলবার সকালে একই ঘটনার জের ধরে পুনরায় নহাটায় দুই পক্ষের মধ্যে ঘন্টাব্যাপী দ্বিতীয় দফা সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে বিএনপি মনোনীত প্রার্থী এ্যাড. নিতাই রায় চৌধুরী বলেন,“নহাটায় সংঘর্ষের ঘটনাটি স্থানীয় কোন্দলকে কেন্দ্র করে ঘটেছে। এ ঘটনায় আমার বা আমার সমর্থকদের কোনো সম্পৃক্ততা নেই।”
অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন বলেন,“নিতাই রায় চৌধুরী মনোনয়ন পাওয়ার পর তাঁর সমর্থকরা আমাদের ওপর আক্রমণ চালিয়েছে। এ কারণেই দু-পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।”
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে। তবে পুনরায় সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    