সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে আরও এক সদস্যের পদত্যাগের ঘোষণা দিয়েছেন উপজেলা শাখার নির্বাহী সদস্য জিয়া উদ্দিন বাবলু। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে তিনি নিজের ফেসবুক আইডিতে দল ছাড়ার ঘোষণা দেন এবং নানা অভিযোগ তুলে ধরেন।
জিয়া উদ্দিন বাবলু তার পোস্টে উল্লেখ করেন, সম্প্রতি সাংবাদিক ও অ্যাকটিভিস্ট জুলকারনাইন সায়েরের একটি পোস্টের মাধ্যমে তিনি জানতে পারেন, এনসিপির ফেনী জেলা শাখার কিছু নেতা মামলা বাণিজ্যে জড়িত। এছাড়াও তিনি জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃত্বের বিরুদ্ধে টেন্ডার বাণিজ্য, সরকারি দপ্তরে তদবির বাণিজ্য এবং দলের পদ-পোস্ট বাণিজ্যের অভিযোগ তোলেন।
তিনি লিখেছেন, “উপজেলা কমিটি গঠনের পর ছয় মাস পার হলেও জনগণের সমস্যা নিয়ে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। সদস্যদের তাগিদ সত্ত্বেও নেতারা নীরব থেকেছেন। ফলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।”
বাবলু আরও বলেন, “সোনাগাজী উপজেলা কমিটি স্থানীয় মানুষের সমস্যার সমাধানে কোনো ভূমিকা রাখতে পারবে বলে আমি মনে করি না। বরং তারা বিভিন্ন বড় দলের নেতাদের তোষামোদ করে ব্যক্তিস্বার্থে ব্যস্ত হয়ে পড়েছে।”
এই প্রেক্ষাপটে তিনি নিজেকে ওই কমিটি থেকে প্রত্যাহারের ঘোষণা দিয়ে লিখেছেন, “আমি আপাতত এই কমিটির অংশ হতে অস্বস্তি বোধ করছি। তবে জাতীয় নাগরিক পার্টির প্রতি আমার ভালোবাসা ও কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি শ্রদ্ধা সবসময় অটুট থাকবে। ভবিষ্যতে সঠিক নেতৃত্ব পেলে আবারও কাজ করার প্রত্যাশা রাখি।”
উল্লেখ্য, এর আগে সোনাগাজী উপজেলা শাখার আরও কয়েকজন নেতা দলীয় কার্যক্রমে অসন্তুষ্ট হয়ে এনসিপি থেকে পদত্যাগ করেছিলেন।

                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    