শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে ভেলুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের লক্ষিডাংড়ি গ্রামে অনুষ্ঠিত হয়েছে উঠান বৈঠক।
বৈঠকটি অনুষ্ঠিত হয় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী জনাবা ফরিদা হক দিপা।
উপজেলা ও ইউনিয়ন মহিলা দলের নেতৃবৃন্দসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত থেকে আসন্ন নির্বাচনে দলের অবস্থান এবং করণীয় নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, “তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে প্রত্যেক নারীকে সচেতন ও সংগঠিত হতে হবে।”
স্থানীয় নেতৃবৃন্দ জানান, মাঠ পর্যায়ে এমন সভা ও বৈঠকের মাধ্যমে নারী ভোটারদের মধ্যে রাজনৈতিক সচেতনতা ও অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.