যশোর প্রতিনিধি
যশোরে নানা আয়োজনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী ও যশোর উন্নয়নের কারিগর খ্যাত নেতা তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার (৪ নভেম্বর) পালিত হয়েছে।
সকালে সকাল ৯টায় কারবালা কবরস্থানে তার কবর জিয়ারত করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পরবর্তীতে সকাল ১০টায় দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় মৎস্যজীবী দলের উদ্যোগে নামাজের টুপি ও তসবি বিতরণ করা হয়। এছাড়া যুবদল ও মহিলা দলের আয়োজনে খাবার বিতরণের আয়োজন করা হয়। শহরের ১৫টি ইউনিয়নের ১৩৫টি ওয়ার্ড এবং যশোর পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রতিটি মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আগামী ৬ নভেম্বর শহরের টাউন হল মাঠে স্মরণ সভা অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান অতিথি থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জেলা ছাত্রদলের রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, যিনি তরিকুল ইসলামকে নীতিবান ও আদর্শবান রাজনীতিক হিসেবে স্মরণ করেন।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও যশোর-৩ আসনের মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, তরিকুল ইসলাম ছিলেন শুধু রাজনীতিক নয়, তিনি ছিলেন যশোরবাসীর হৃদয়ের নেতা। তাঁর অবদান যশোরের শিক্ষা, স্বাস্থ্য ও গণমানুষের অধিকার আদায়ে ইতিহাসের অংশ হয়ে থাকবে।
কবর জেয়ারতের সময় উপস্থিত ছিলেন যশোর-১ আসনের মনোনয়ন প্রাপ্ত মফিকুল হাসান তৃপ্তি ও যশোর-৬ আসনের মনোনয়নপ্রাপ্ত কাজী রওনাকুল ইসলাম শ্রাবন।
সার্বিক অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, অন্যান্য জেলা ও উপজেলা নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতারা অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.