মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুরে মুফতি ওয়াক্কাস (রহ.) ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে স্বাবলম্বী প্রকল্পের আওতায় দুঃস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে হরিরামপুর পৌর শহরের দারুল উলুম ইলাহ বখশ মাদ্রাসা মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা আশরাফ ইয়াছিন এবং সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রকল্প সভাপতি মাওলানা আশফাকুল আনওয়ার ইয়ামিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর সিনিয়র যুগ্ম মহাসচিব ও যশোর-৫ (মনিরামপুর) আসনের বিএনপি জোটের সম্ভাব্য প্রার্থী হাফেজ রশিদ বিন ওয়াক্কাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের অর্থ সম্পাদক মাওলানা বরকাতুল ইসলাম ও মুফতি কামরুজ্জামান কাসেমী। এছাড়াও উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য আজহারুল ইসলাম, হাসান আল মামুন, নাসিম খান এবং ছাত্রনেতা এস. এম. মারুফ।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে মানবতার কল্যাণে বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। স্বাবলম্বী প্রকল্পের অংশ হিসেবে এখন পর্যন্ত ১২৪টি পরিবারকে ১২৪টি সেলাই মেশিন প্রদান করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে হাফেজ রশিদ বিন ওয়াক্কাস বলেন,“মানবসেবাই আমার লক্ষ্য। আমার পিতা যেভাবে মানুষের পাশে থেকেছেন, আমিও তাঁর আদর্শ অনুসরণ করে মানুষের কল্যাণে কাজ করতে চাই। জোট যদি আমাকে মনোনয়ন দেয় এবং বিজয়ী হতে পারি, ইনশাআল্লাহ আমি মনিরামপুরবাসীর পাশে থাকবো।”
তিনি আরও বলেন, “মনিরামপুরের মানুষের উন্নয়নের লক্ষ্যে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ইতোমধ্যে ১৪ জন অসহায় নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আশা করছি, এই উদ্যোগের মাধ্যমে অনেক পরিবার স্বাবলম্বী হয়ে উঠবে।”
পরিশেষে তিনি বলেন,“যেভাবে আপনারা আমার পিতার পাশে ছিলেন, ইনশাআল্লাহ আমার পাশেও থাকবেন—তাহলে ’৮৬ সালের পুনরাবৃত্তি ঘটবে ইনশাআল্লাহ।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.