Nabadhara
ঢাকাবুধবার , ৫ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

খুলনা-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মঞ্জু, কিন্তু দলীয় দুই মেরুর অভিমান অটুট

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
নভেম্বর ৫, ২০২৫ ১১:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

খুলনা-২ (সদর–সোনাডাঙ্গা) আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হয়েছে আরও ৪৮ ঘণ্টা আগে। ধানের শীষের প্রতীক তুলে দেওয়া হয়েছে দলটির খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুর হাতে। প্রার্থিতা ঘোষণার পর থেকেই উচ্ছ্বাসে ভাসছে মঞ্জু শিবির। তবে দুই মেরুতে বিভক্ত খুলনা মহানগর বিএনপির বর্তমান ও সাবেক নেতৃত্বের মাঝে এখনো অভিমানের বরফ গলেনি।

দলীয় সূত্র জানায়, ২০২১ সালের ৯ ডিসেম্বর খুলনা মহানগর বিএনপির কমিটি বিলুপ্ত হওয়ার পর থেকেই সংগঠনটি দুই ভাগে বিভক্ত। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন বর্তমান সভাপতি শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, অপরদিকে সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে সক্রিয় রয়েছেন নগর ও থানা বিএনপির সাবেক নেতাকর্মীরা। গত তিন বছর ধরে কেন্দ্রীয় ও দিবসভিত্তিক কর্মসূচি তারা পৃথকভাবে পালন করে আসছেন।

এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে প্রার্থী হওয়ার দৌড়ে ছিলেন তিনজন—বর্তমান সভাপতি শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। সব জল্পনার অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শেষ পর্যন্ত ধানের শীষের প্রতীক তুলে দেন নজরুল ইসলাম মঞ্জুর হাতে।

প্রার্থী ঘোষণার পর দলের বর্তমান নেতৃত্ব কিছুটা হতাশ হলেও তারা আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন। খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে সিদ্ধান্ত নিয়েছেন, সেটিই আমাদের সিদ্ধান্ত। আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করব।”
তবে প্রার্থীর সঙ্গে এখনো তার সরাসরি যোগাযোগ হয়নি বলেও স্বীকার করেন তিনি। “আমি তাকে ফোন দিইনি, তিনিও আমাকে কোনো ফোন দেননি,” বলেন মনা।

এদিকে, মনোনয়ন পাওয়ার পরপরই বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জু চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে নিজ বাসায় চিকিৎসাধীন আছেন। শারীরিক অবস্থার কারণে এখনো দলের নেতাদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তিনি। নজরুল ইসলাম মঞ্জু বলেন, “শারীরিকভাবে এখনো দুর্বল বোধ করছি, তাই কারও সঙ্গে যোগাযোগ করা বা বাইরে বের হওয়া সম্ভব হচ্ছে না। বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল খুলনায় আসলে সবাইকে নিয়ে একসঙ্গে বসার পরিকল্পনা রয়েছে। সুস্থতার ওপর অনেক কিছুই নির্ভর করছে।”

দলের ভেতরে নেতাকর্মীদের মধ্যে এখন অপেক্ষা—মঞ্জুর সুস্থতা ও পরবর্তী ঐক্য প্রচেষ্টার। তবে অনেকের মতে, তিন বছর ধরে চলা বিভক্ত রাজনীতি থেকে বেরিয়ে আসতে খুলনা মহানগর বিএনপির সামনে বড় চ্যালেঞ্জ হলো ‘অভিমান ভাঙানো’।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।