সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি
দেশের উপকূলীয় অঞ্চলের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ জেলা বাগেরহাটে “সবুজ উদ্যোক্তা মেলা" ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ৫ নভেম্বর বুধবার সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে এই সবুজ উদ্যোক্তা মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মমিনুর রহমান।
বাঁধন এর নির্বাহী পরিচালক মন্জুরুল আহসান মিলন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাব সভাপতি মোঃ কামরুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড.মনির হোসেন,বিসিক উপ পরিচালক মোঃ শরীফ হোসেন, ব্যবসায়ী প্রতিনিধি,বিভিন্ন বাজার কমিটির সদস্যবৃন্দ, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, তরুণ উদ্যোক্তা ও বাঁধনের বিভিন্ন গ্রুপের ২০০ শতাধিক প্রতিনিধি এই মেলায় অংশগ্রহন করে।
মেলায় তরুণ উদ্যোক্তারা ১০টি ষ্টলে পরিবেশ সুরক্ষায় তাদের উদ্ভাবনী উদ্যোগ ও পণ্য প্রদর্শন করেন।
আয়োজকদের প্রত্যাশা, এই মেলা তরুণ উদ্যোক্তাদের নতুন অনুপ্রেরণা যোগাবে, তাদের উদ্ভাবনকে বৃহত্তর পরিসরে ছড়িয়ে দিতে সহায়তা করবে এবং স্থানীয় পর্যায়ে একটি সবুজ অর্থনীতি গড়ে তোলার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.