হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ডাচ্ বাংলা ব্যাংকের নতুন এজেন্ট ব্যাংকিং সেবা উদ্বোধন করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকাল ১১টায় হোসেনপুর নতুন বাজারের মেসার্স শরীফ ট্রেডার্সে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌরসভার সাবেক মেয়র মাহবুবুর রহমান মাহবুব। প্রধান অতিথি ছিলেন ডাচ্ বাংলা ব্যাংকের কিশোরগঞ্জ জেলার রিজিওনাল ম্যানেজার মো. আবুল হাসনাত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্ বাংলা ব্যাংকের কিশোরগঞ্জ শাখার ম্যানেজার তরিকুল ইসলাম, হোসেনপুর পৌর বিএনপির সভাপতি একেএম শফিকুল হক শফিক এবং হোসেনপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরহাদ উদ্দিন।
বক্তারা বলেন, ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবা এখন গ্রামীণ অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই সেবার মাধ্যমে সাধারণ মানুষ ঘরে বসেই সহজে ব্যাংকিং সুবিধা নিতে পারবে।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

