পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ীতে বেসরকারি জনসেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের সময় অ্যানেসথেসিয়া প্রয়োগে অনিয়মের অভিযোগে রেখা বেগম (২৫) নামে এক প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার (৪ নভেম্বর) পলাশবাড়ী পৌর শহরের রংপুর রোডে অবস্থিত ক্লিনিকটিতে।
দুর্ঘটনার পরপরই ক্লিনিকের মালিক তাওহিদ রহমান ক্লিনিকে তালা মেরে পালিয়ে যান।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রসূতি রেখা বেগমকে সিজারিয়ান অপারেশনের জন্য প্রস্তুত করা হলে দায়িত্বপ্রাপ্ত অ্যানেসথেসিয়া চিকিৎসক উপস্থিত ছিলেন না। এ অবস্থায় ক্লিনিকের মালিক তাওহিদ রহমান নিজেই গাইনী চিকিৎসকের মাধ্যমে রোগীকে অ্যানেসথেসিয়া ইনজেকশন প্রয়োগ করান। এতে অতিরিক্ত ডোজ প্রয়োগের ফলে রোগীর অবস্থা দ্রুত অবনতি ঘটে। পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়ায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নিহত রেখা বেগম উপজেলার বরিশাল ইউনিয়নের রামপুর (মাস্টারপাড়া) গ্রামের অটোরিকশাচালক লাভলু মিয়ার স্ত্রী।
স্থানীয়দের অভিযোগ, তাওহিদ রহমানের মালিকানাধীন “জনসেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার” ছাড়াও “নিউ লাইফ ক্লিনিক” ও “নিউ লাইফ ডায়াগনস্টিক অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টার” নামে আরও দুটি প্রতিষ্ঠান অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে। এসব প্রতিষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াই বিভিন্ন বড় ধরনের অপারেশন ও চিকিৎসা কার্যক্রম চালানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সালাউদ্দীন আহমেদ বলেন, “জনসেবা ক্লিনিকের মালিকের আরও দুটি প্রতিষ্ঠান রয়েছে। পূর্বে কাগজপত্রের ত্রুটি থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও সতর্ক করা হয়েছিল। যদি আবারও অনিয়মের প্রমাণ পাওয়া যায়, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় সচেতন মহল বলেন, অনুমোদনবিহীন ক্লিনিকগুলোর কারণে সাধারণ রোগীরা বারবার প্রাণ হারাচ্ছেন, অথচ প্রশাসনের কার্যকর নজরদারি না থাকায় এসব প্রতিষ্ঠান বেপরোয়াভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছে। তারা অবিলম্বে অবৈধ ক্লিনিকগুলোর বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.