Nabadhara
ঢাকাবুধবার , ৫ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

রামপালকে আদর্শ সমাজ গঠনে ইমামদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
নভেম্বর ৫, ২০২৫ ৪:১১ অপরাহ্ণ
Link Copied!

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

সমাজে আদর্শবান মানুষ হতে হলে শিক্ষার পাশাপাশি ধর্মীয় চেতনার গুরুত্ব অপরিসীম। জ্ঞান অর্জনের জন্য পাঠশালা থেকে শুরু করে আমাদের জীবনের অধ্যায়ের সূচনা হয়। যেকারণে ছোট থেকে মানবিক মূল্যবোধের মানুষগুলোই সমাজের গুরুত্বপূর্ণ জায়গায় নেতৃত্ব দেয়।

আজ শিক্ষিত, বিশেষ ব্যাক্তিত্ব, রাজনৈতিক নেতৃবৃন্দসহ যারা দেশ ও সমাজ পরিচালিত করে তাদের মধ্যে অন্যতম এই আলেম সমাজ। তাদের অগ্রণী ভূমিকা ও দায়িত্ববোধ সমাজকে আলোকিত করে তোলে। সমাজের নৈতিকতা, ন্যায়বোধ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা অপরিসীম।

ধর্মীয় নেতারা মানুষকে ন্যায়ের পথে পরিচালিত করে যা একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে বিশেষ ভূমিকা রাখে। বুধবার (০৫ নভেম্বর ২০২৫) উপজেলা অডিটোরিয়ামে “আদর্শ সমাজ গঠনে ইমামদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।

রামপাল কলেজ জামে মর্জিদেরব ঈমান ও খতিব মওলানা আবদুল কাদেরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন, শ্রীফলতলা উত্তরপাড়া পুরাতন জামে মসজিদের ঈমাম মোঃ গোলাম মোস্তফা, শ্রীফলতলা বাজার জামে মসজিদের সভাপতি আঃ মান্নান, বাবুর বাড়ি জামে মসজিদের ঈমাম ও খতিব হাফেজ মোঃ সহিদুল ইসলাম, পেড়িখানি স্কুল জামে মসজিদের ঈমাম ও খতিব মুফতি আল আমিন হুসাইন, ইসলামাবাদ আটঘর জামে মসজিদের ঈমাম মোঃ জিয়াউর রহমান, বর্নি-ছায়রাবাদ কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম ও খতিব হাফেজ মুফতি মাওঃ মোঃ ওমর ফারুক প্রমূখ।

অনুষ্ঠানে বিভিন্ন ঈমাম ও খতিবরা বলেন, আমরা বিগত সময়ে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে সমাজ পরিচালিত করতে পারিনি। আমাদের কন্ঠরোধ করে রাখা হয়েছিলো। আমরা মনে করি ৫ই আগষ্টের পর স্বৈরাচার সরকারের পতনের মধ্যে দিয়ে নতুন করে বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে। আমরা মনে করি এখন আমরা ইসলাম কায়েমের লক্ষে নির্ভিগ্নে কাজ করতে পারবো।

এসময় তারা রামপাল, মোংলা ও ফকিরহাট থেকে বিএনপির সম্ভাব্য প্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলামকে মানবিক নেতা হিসাবে গণভোটের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত করার আশা ব্যাক্ত করেন।
আলোচনা শেষে জাতির মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।