দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র অভিযানে মাদক সহ এক যুবক আটক হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পূর্বে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চরপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মেহেদী হালসানা (২৪) নামে মাদক পাচারকারী ওই যুবককে আটক করা হয়। সে একই এলাকার মৃত ইব্রাহিম হালসানার ছেলে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এর দিক নির্দেশনায় মঙ্গলবার বিকেলে সাড়ে ৪টায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ চল্লিশপাড়া বিওপির সীমান্ত পিলার ১৫৭/১-এস হতে আনুমানিক ১ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে চরপাড়া বাজার নামক স্থানে নায়েক জীবন কুমার এর নেতৃত্বে চল্লিশপাড়া বিওপির টহল দল অভিযান চালায়। এসময় মাদক পাচারকারী মেহেদী হালসানা কে ৪ পিস ইয়াবা ও ৫ গ্রাম হরোইনসহ আটক করা হয়।
অপরদিকে মঙ্গলবার দিবাগত রাত ১.১০ টায় একই ব্যাটালিয়ন অধীনস্থ কাজীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৫/২-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাজীপুর মন্ডলপাড়া এলাকায় সুবেদার মো. শাহাবুদ্দিন এর নেতৃত্বে বিজিবি’র টহল দল বিশেষ অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫৬ বোতল মদ ও চকলেট বাজি ২ হাজার ৭০০ পিস উদ্ধার করা হয়।
এছাড়াও গত মঙ্গলবার রাত ১০ টায় নায়েব সুবেদার মো. নজরুল ইসলাম এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল মিরপুর নওদাপাড়া সড়কে অভিযান চালায়। অভিযানে আর বি অনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশী করে মালিকবিহীন অবস্থায় ৪ হাজার ৭০১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদকের সিজার মূল্য ১৫ লক্ষ ৬৪ হাজার টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে।
পরে আটক মাদক পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে মাদকদ্রব্যসহ তাকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং মালিকবিহীন অবস্থায় উদ্ধার হওয়া মাদক ও চকলেট বাজী ধ্বংসের জন্য ব্যাটালিয়ন ষ্টোরে জমা করা হয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানের পাশাপাশি অপরাধ নির্মূলে বিজিবি’র কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকার কথা নিশ্চিত করেছে বিজিবি ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.