এন এম নুরুল ইসলাম, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ২০২৫- ২০২৬ অর্থ বছরে প্রণোদনা কর্মসুচির আওতায় রবি মৌসুমে গম, সরিষা, চিনাবাদাম, এবং শীতকালীন পেঁয়াজ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ চত্ত্বরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূলে বীজ বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তামান্না ফেরদৌস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মার্ডি, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ গুলজার রহমান, লতিফুল হাসান প্রমুখ।
বালিয়াডাঙ্গী উপজেলার ৮ ইউনিয়নে ৯ হাজার ৭শ জন কৃষককে গম বীজ, ১ হাজার ৪শ ৩০ জন কৃষককে সরিষা বীজ, চীনা বাদাম ১০ জন, শীতকালীন পেয়াজ ৩০ জনসহ মোট ১১ হাজার ১শ ৭০ জন কৃষককে বীজ প্রদান করা হবে। বীজের পাশাপাশি প্রতি কৃষককে ১ বিঘা জমির জন্য ২০ কেজি করে গমবীজ অথবা ১ কেজি সরিষা বীজ অথবা ১ কেজি শীতকালীন পেয়াজ অথবা ১০ কেজি চিনাবাদাম বীজ পাবেন। তালিকাভুক্ত ৫ জন কৃষকের একটি গ্রুপ করে প্রতি গ্রুপকে ৫০ কেজি ওজনের ১ বস্তা ডিএপি ও ১ বস্তা এমওপি সার বিতরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.