কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় স্বীয় মেয়েকে ধর্ষণের চেষ্টা মামলায় পিতা আলমগীর হোসেন (৪৮) কে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার নিজপাড়া গ্রামে ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে। এ ঘটনার পর অভিযুক্ত আলমগীর হোসেন বাড়ি থেকে পালিয়ে যায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভুক্তভোগীর (২০) প্রায় তিনবছর পূর্বে হারাগাছ উদয়নারায়ন মাছহাড়ি আমিন বাজার এলাকার নুরন্নবী মিয়ার সঙ্গে ইসলামী শরীয়াহ মোতাবেক বিয়ে হয়। এ দম্পতির দেড় বছর বয়সের একটি ছেলে সন্তান আছে। সম্প্রতি স্বামীর সাথে সাংসারিক মনমালিন্য হওয়ায় ভুক্তভোগী তার পিতার বাড়ি নিজপাড়া গ্রামে বসবাস করে আসছেন।
গত ৩১ অক্টোবর সকাল অনুমান সাড়ে ৮টার দিকে অভিযুক্ত পিতা তার মেয়েকে শয়নকক্ষে ডেকে নেয় এবং জোড়পূর্বক জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা করে। তখন ভুক্তভোগীর চিৎকারে তার মাসহ স্থানীয় লোকজন এগিয়ে এলে লম্পট পিতা কৌশলে পালিয়ে যায়।
পরে গত মঙ্গলবার সকালে অভিযুক্ত বাড়িতে আসলে এবং ঘটনা জানাজানি হলে জনরোষের সৃষ্টি হয়। উত্তেজিত জনতা ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত আলমগীর হোসেনকে আটক করে পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে এসে উত্তেজিত জনতার নিকট হতে তাকে হেফাজতে নেয়।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ শাহ জানান, ভুক্তভোগী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এর ৯ (৪)(খ) ধারায় মামলা রুজু করা হয়। ধৃর্তকে সে মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.