Nabadhara
ঢাকাবুধবার , ৫ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ভেসে যাবে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে: শহিদুল ইসলাম বাবুল

ফরিদপুর প্রতিনিধি
নভেম্বর ৫, ২০২৫ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর-৪ আসনে বিএনপির প্রার্থী ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। তিনি বলেন, “সব ষড়যন্ত্র খড়কুটোর মতো ভেসে যাচ্ছে, ভেসে যাবে। ফেব্রুয়ারী মাসে নির্বাচন হবে। আমরা আপনাদের সকলকে নিয়ে বিজয়ী হবো। দল-মতের ভিন্নতার কারণে কাউকে নিগৃহীত করা হবেনা।”

 

ধানের শীষের প্রার্থী হিসেবে নির্বাচনী এলাকায় আগমন উপলক্ষে নেতাকর্মীদের সংবর্ধনা উপলক্ষে আয়োজিত সভায় তিনি এ বক্তব্য রাখেন। বুধবার (৫ নভেম্বর) দুপুরে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গায় পৌঁছান শহিদুল ইসলাম বাবুল। এ সময় শত শত মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে করে নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানাতে সমবেত হন।

 

দুপুরে ভাঙ্গা ঈদগাহ মাঠে সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন সেলিম সহ অন্যান্যরা বক্তব্য দেন। পরে তিনি নেতাকর্মী সমবেত বহর নিয়ে সদরপুর ও চরভদ্রাসনে পৃথক সমাবেশেও অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।