কালকিনি- ডাসার (মাদারীপুর) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র কেন্দ্রীয় সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন মাদারীপুর-৩ (কালকিনি,ডাসার ও মাদারীপুর সদর আংশিক) আসন থেকে দলীয় মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। কালকিনি উপজেলা বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল ও পথসভা করেন।
আজ বুধবার দুপুরে মোস্তফাপুর বাস স্ট্যান্ড থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটা,কালকিনি হয়ে খাশেরহাট পর্যন্ত আনন্দ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মনোনয়ন প্রাপ্তিতে নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব মুন্সিসহ সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী নির্বাচনে আনিসুর রহমান তালুকদার খোকনের বিজয় সুনিশ্চিত করার জন্য সর্বস্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

