মোছা: কাবা কাকলি, কবি নজরুল কলেজ প্রতিনিধি
ছাত্রদলের অনুমতি না নিয়ে অধ্যক্ষকে কলেজ মাঠে ঘাস লাগানো, ড্রেন নির্মাণ এবং ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধির জন্য স্মারকলিপি প্রদান করায় কলেজ শাখা ছাত্রদলের দুই আহ্বায়ক সদস্যকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদল।
বুধবার ( ৫ নভেম্বর ) সকালে কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ( দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক ) মোঃ জামাল খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে কলেজ শাখা ছাত্রদলের দুই আহবায়ক সদস্য মোঃ লিমন ও তৌহিদুল ইসলামকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
তাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না , আগামী ৪৮ ঘন্টার মধ্যে ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবের উপস্থিতিতে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত সোমবার ( ৩ নভেম্বর ) কলেজ মাঠে ঘাস লাগানো, ড্রেন নির্মাণ এবং ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধির জন্য কলেজের অধ্যক্ষকে স্মারকলিপি দিয়েছিলেন কলেজ শাখা ছাত্রদলের দুই আহবায়ক সদস্য মোঃ লিমন ও তৌহিদুল ইসলাম।
নোটিশপ্রাপ্ত ছাত্রদলের আহ্বায়ক সদস্য মো. লিমন বলেন, ক্যাম্পাসে আমাদের সেভাবে কোনো দিকনির্দেশনা দেওয়া হয়নি। এক বছর হলো ক্যাম্পাসে আছি, তবে এর আগে এমন কোনো কার্যক্রম করিনি। তবে এ বিষয়ে আহ্বায়ক ও সদস্য সচিবকে অবগত করা উচিত ছিল। এটি আমাদের একটি অনাকাঙ্ক্ষিত ভুল।
কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক (দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক) জামাল খান বলেন, প্রতিটা সংগঠনের কিছু নিয়ম থাকে। সংগঠনের কারো সঙ্গে পরামর্শ না করেই তারা স্মারকলিপি দিয়েছে। আজকে তারা দিয়েছে কালকে যদি এমন কিছু অন্য কেউ করে যেটি খারাপ কাজ, যা নিয়ে সমালোচনা হবে। এ জন্যই তাদেরকে সতর্ক করা হয়েছে, যে কাজেই করুক সংঘটনের নীতি নির্ধারকদের সাথে পরামর্শ করে করলে সমস্যা নেই।
কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমদ ফাহিম বলেন, প্রত্যেকটা সংগঠনেরই একটি সাংগঠনিক নিয়ম রয়েছে। তারা যে কাজটি করেছে, সেটিকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু সেটা যদি সাংগঠনিক প্রক্রিয়ার মধ্য করতো তাহলে আরও সুন্দর হতো। সংগঠনের দায়িত্বশীল কারও সঙ্গে পরামর্শ না করেই তারা কাজটি করেছে, সেজন্য তাদেরকে সতর্ক করা হয়েছে, যাতে ভবিষ্যতে তারা যেকোনো কাজ করার আগে দায়িত্বশীলদের সঙ্গে পরামর্শ করে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.