ঝিনাইদহ প্রতিনিধি
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি-২০২৫-২৬ এর আওতায় “তারুণ্যের উৎসব-২০২৫” উপলক্ষে ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। একই দিন বিকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনেআরা। সেসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আহসানুজ্জামান ঝন্টুসহ সদর উপজেলার মাধমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
এতে অংশগ্রহণ করে সদর উপজেলার ৬টি মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবলাররা। খেলায় শহরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজকে ২-০ গোলে হারিয়ে ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন হয়। খেলায় সেরা খেলোয়াড় হিসাবে বিবেচিত হন চ্যাম্পিয়ন দলের বাধন। ম্যন অফ দ্যা ফাইনাল বিবেচিত হন রানার্সআপ দলের আব্দুল আলিম। খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের মাঝে বিকালে পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.