Nabadhara
ঢাকাবুধবার , ৫ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল

আলফাডাঙ্গ (ফরিদপুর) প্রতিনিধি
নভেম্বর ৫, ২০২৫ ৮:১০ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গ (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নবগঠিত উপজেলা ও পৌর কমিটি বাতিলের দাবিতে দলের দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (৫ নভেম্বর) বিকেলে ঝুনু গ্রুপের নেতাকর্মীরা হাতে বাঁশের লাঠি নিয়ে হাসপাতাল এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় সমাবেশের মাধ্যমে শেষ হয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, নবগঠিত উপজেলা ও পৌর বিএনপির কমিটিতে দলের দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগঘনিষ্ঠ ও বিত্তশালী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

 

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, “যারা বছরের পর বছর দমন-পীড়ন, হামলা-মামলা ও জেল-জুলুম সহ্য করে বিএনপিকে টিকিয়ে রেখেছেন, তাদের উপেক্ষা করে আওয়ামী লীগপন্থী ও বিত্তশালী ব্যক্তিদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে। এটি তৃণমূল নেতাদের প্রতি চরম অবমাননা।”

তারা অবৈধ কমিটি বাতিলের দাবিতে রাজপথে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান, সদ্য পৌর বিএনপির সহসভাপতি রেজাউল করিম, পৌর যুবদলের আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমান, উপজেলা শ্রমিক দলের সভাপতি মাহমুদুল হাসান ইয়াদ, পৌর শ্রমিক দলের সভাপতি কায়েম শিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কামরুজ্জামান দাউদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

অন্যদিকে, একই সময়ে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম (নাসির) গ্রুপের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। পরে তারা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় সমাবেশ করেন।

 

তাদের সমাবেশে বক্তারা বলেন, “বিগত নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আবদুর রহমানের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়া জননেতা আরিফুর রহমান (দোলন)-কে শরিক দল থেকে মনোনয়ন দেওয়ার খবরে আমরা ক্ষুব্ধ। এই অবিচারের প্রতিবাদে আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছি।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরু জামাল খসরু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল হাসানসহ অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।