স্টাফ রিপোর্টার, চিতলমারী
দীর্ঘ ১৭ বছর পর বাগেরহাটের চিতলমারী উপজেলা সদর বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের তফসিল আগামী ৮ নভেম্বর ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। এ নির্বাচনকে ঘিরে বাজারজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। নির্বাচনকে সফল করতে বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা আহ্বায়ক কমিটির নেতারা ৬ সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করেছেন।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার শেখ শাহাদাৎ হোসেন বুলু জানান, আগামী ২৮ নভেম্বর বাজার কমিটির নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এ লক্ষ্যে মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে এক বৈঠকে তফসিল ঘোষণার দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে। তবে সাধারণ ভোটারদের (ব্যবসায়ী) উৎসাহ-উদ্দীপনার মধ্যেও নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
চিতলমারী উপজেলা সদর বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার শেখ শাহাদাৎ হোসেন বুলু জানান, এবার ব্যবসায়ীদের ৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ৮ নভেম্বর তফসিল ঘোষণা করা হবে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিক্রি হবে ১০ ও ১১ নভেম্বর, মনোনয়নপত্র জমা ১২ নভেম্বর, যাচাই-বাছাই ১৫ নভেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ও প্রতীক বরাদ্দ ১৬ নভেম্বর এবং ২৮ নভেম্বর নির্বাচনের দিন ধার্য করা হয়েছে।
অপরদিকে, দীর্ঘ ১৭ বছর পর বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির নির্বাচনকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সাধারণ ব্যবসায়ীরা কে কাকে ভোট দেবেন—এ নিয়ে চলছে হিসাব-নিকাশ। ভোটারদের আলোচনায় এখন পর্যন্ত প্রার্থীর তালিকায় যাদের নাম উঠে এসেছে তারা হলেন—সভাপতি পদে চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. শহর আলী গাজী,আহ্বায়ক ও বিএনপি নেতা মো. সোয়েব হোসেন গাজী,সাধারণ সম্পাদক পদে উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আসাদুজ্জামান আসাদ,কোষাধ্যক্ষ পদে মো. লিটন শেখ।
এ বিষয়ে নির্বাচন কমিশনার গাজী মাসুদ রানা বলেন, “গঠনতন্ত্র অনুযায়ী কমিটিতে পদের সংখ্যা ছিল ২১টি, কিন্তু এখানে নির্বাচনের জন্য নির্ধারণ করা হয়েছে ৫টি পদ। এছাড়া সদস্য সংগ্রহ ফি ও মনোনয়নপত্রের দাম অনেক বেশি ধরা হয়েছে।”
চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক মো. সোয়েব হোসেন গাজী বলেন, “২৮ নভেম্বর নির্বাচন হবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। আমি প্রশাসনের সঙ্গে কথা বলেছি। তাতে মনে হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের আগে চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত নাও হতে পারে।”

