Nabadhara
ঢাকাবুধবার , ৫ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে হাজারো নেতাকর্মীর গণজমায়েত

বেনাপোল (যশোর)প্রতিনিধি 
নভেম্বর ৫, ২০২৫ ৮:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বেনাপোল (যশোর)প্রতিনিধি 

যশোর-১ (শার্শা-বেনাপোল) আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে নাভারণে অনুষ্ঠিত হয়েছে হাজারো নেতাকর্মীর এক বিশাল গণজমায়েত। বুধবার (৫ নভেম্বর) বিকেলে রাজধানী ঢাকা থেকে দলীয় কার্যক্রম শেষে উপজেলা বিএনপির সভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী আবুল হাসান জহির নাভারণ বিএনপি কার্যালয়ের সামনে পৌঁছালে ১১ ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী সেখানে সমবেত হন।

 

দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো নাভারণ এলাকা মুখর হয়ে ওঠে “মনোনয়ন পুনর্বিবেচনা চাই” ও “হাসান জহির জিন্দাবাদ” স্লোগানে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ থেকে ১২ হাজার নেতাকর্মী ওই গণজমায়েতে অংশ নেন, যা একসময় নাভারণ বাজার ও আশপাশের এলাকাকে জনসমুদ্রে পরিণত করে।

 

গণজমায়েতে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে আবুল হাসান জহির বলেন,

 

> “আপনারা শান্ত থাকুন, দল অবশ্যই মনোনয়ন পুনর্বিবেচনা করবে। গত ১৭ বছর আমি শার্শার বিএনপির হাল ধরে রেখেছি, মামলা-হামলা মোকাবিলা করেছি, জনগণের পাশে থেকেছি। দুর্দিনে একমাত্র আমি-ই এই এলাকায় দলের দায়িত্ব পালন করেছি। জনগণের ইচ্ছাকে অবশ্যই দল মূল্যায়ন করবে।”

 

 

 

তিনি আরও আহ্বান জানান, হতাশ না হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে দলের পক্ষে কাজ চালিয়ে যাওয়ার জন্য।

 

গণজমায়েতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মাজেদ, আব্দুস সাত্তার, জামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মামুনুর রশীদ, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক প্রভাষক আলমগীর কবির, সহ সাংগঠনিক সম্পাদক মন্টু, স্বনির্ভর বিষয়ক সম্পাদক মিকাইল হোসেন মনা, সহ সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবু, কায়বা ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম, গোগা ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, ডিহি ইউনিয়নের সভাপতি ওলিয়ার রহমান, লক্ষণপুর ইউনিয়নের সভাপতি আহসান হাবিব খোকন, নিজামপুর ইউনিয়নের সহসভাপতি আহম্মদ আলী, উলাশী ইউনিয়নের সাধারণ সম্পাদক রুহুল আমিন, বাগআঁচড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, বেনাপোল ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক খোকন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, মোজাফফর, জাহিদ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসি উদ্দিন, ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান, ওলামা দলের সভাপতি হান্নান ও সাধারণ সম্পাদক আনোয়ারুল, এবং মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক সোহারাব হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।