যশোর প্রতিনিধি
যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে সাবিরা নাজমুল মুন্নীকে প্রাথমিক মনোনয়ন দেয়ায় অসন্তোষ প্রকাশ করেছে বিএনপি নেতা-কর্মীরা। তারা বলছে, এ আসনকে পূর্ণ উদ্ধার করতে হলে অবশ্যই তাকে বাদ দিয়ে নতুন প্রার্থী দিতে হবে। তা না হলে এ আসনে জামায়াতের প্রার্থী ডা. মোসলেহ উদ্দীন ফরিদ বিপুল ভোটে বিজয়ী হওয়ার আশংকা রয়েছে।
যশোর-২ নির্বাচনের ইতিহাস সূত্রে জানাযায়, এ আসন থেকে বিএনপি ১৯৯৬ সালে এক জয় লাভ করেছে। তারপর থেকে আর কখন বিএনপি জয় লাভ করেনি। তবে ১৯৮৬ সাল থেকে ২০২৪ পর্যন্ত ১০ বার জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে বিএনপি একবার, জাতীয় পার্টি একবার, আওয়ামী লীগ ৬বার, বাংলাদেশ জামায়াত ইসলামী ২বার জয় লাভ করেছে।
ঝিকরগাছা ও চৌগাছা উপজেলার বিএনপির প্রথম সারির তিনজন নেতা বলেন, বরাবর নির্বাচনের এ আসন থেকে বিএনপি বঞ্চতি হয়েছে। সাবিরা নাজমুল মুন্নীকে প্রার্থী করায় আবারও বঞ্চতি হওয়ার সম্ভাবনা রয়েছে শতভাগ। আমরা চাই মনোনয়ন পরিবর্তন করে পুরুষ প্রার্থীকে দেয়া হক।
তারা আরও বলেন, সাবিরা নাজমুল মুন্নীর প্রার্থীতা পরিবর্তন করলে তার কোন ক্ষতি হচ্ছে না। বরং চৌগাছা-ঝিকরগাছা বিএনপি শক্ত প্রার্থী দিলে জামায়েতকে পরাজিত করে আমরা জয়ী হতে পারছি। একই সাথে সংরক্ষিত মহিলা আসন থেকে সাবিরা নাজমুল মুন্নী এমপি হওয়ার সুযোগ রয়েছে। এতে বরং আমরা একই সাথে দুই এমপি হতে পারছি।
তৃণমূলের কর্মীরা বলেন, যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে সাবিরা নাজমুল মুন্নীর মনোনয়ন পূর্ণ বিবেচনা করে পরির্বতন করতে হবে। এবং পুরুষ প্রার্থীর মধ্যে যাকে দিলে যশোর-২ আসন উদ্ধার হয় তাকে দেয়ার দাবি জানান হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.