চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপির আয়োজিত নায্য পানি বণ্টনের দাবীতে-বিশাল সমাবেশে এসে হার্ট এটাক করে মারা গেছেন সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি একরামুল হক।
বুধবার সাড়ে ৪ টায় শিবগঞ্জ পৌর এলাকার মনাকষা মোড়ে হার্ট এটাক করে মারা যান তিনি। একরামুল হক সোনামসজিদ স্থলবন্দর এলাকার বালিয়াদিঘী গ্রামের আব্দুর রহমানের ছেলে।
নেতাকর্মীরা বলেন, দুপুর তিনটার দিকে শিবগঞ্জ সরকারী মডেল হাই স্কুলে বিশাল সমাবেশ ছিল। এসময় সবার সঙ্গে একক্রিত হয়ে সমাবেশ স্থলে যাচ্ছিলেন একরামুল হক। এসময় হঠাৎ হার্ট অ্যাটাক করেন তিনি।পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন । বিশাল সমাবেশ চলা অবস্থায় বিএনপির একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সুরতহাল শেষে স্বজনদের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.