Nabadhara
ঢাকাবুধবার , ২৫ আগস্ট ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাট থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে দুই  মাদক কারবারী গ্রেফতার !

MEHADI HASAN
আগস্ট ২৫, ২০২১ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট(বাগেরহাট)প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মোল্লাহাট থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৭ টার সময় উপজেলার গাংনী ইউনিয়নের দারিয়ালা বাজার থেকে মাদক কারবারি কাজী সাইফুল ইসলাম ওরফে দুখু (৩২) কে ৫০ পিছ ইয়াবাসহ  গ্রেপ্তার করে। সাইফুল ইসলাম উপজেলার কুলিয়া ইউনিয়নের নরসিংহপুর  গ্রামের মৃত জুলফিকার কাজীর ছেলে। অপর অভিযানে গাঁজা সেবনককালে মাদক কারবারি তাজ মোল্লা(২২) কে উদয়পুর গাড়ফা দক্ষিনপাড়া এলাকা থেকে  গ্রেপ্তার করা হয়। তাজ মোল্লা উপজেলার গাড়ফা গ্রামের শহিদ মোল্লার ছেলে। আসামীদের বিরুর্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রজু হয়েছে। আজ বুধবার আসামীদের আদালতের মাধ্যমে বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়েছে।

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) সোমেন দাশ এর নেতৃত্বে মোল্লাহাট থানার চৌকস অফিসার ফোর্স মাদক, অস্ত্র ও জুয়া বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে  কাজী সাইফুল ইসলাম ওরফে দুখু (৩২), পিতা- মৃত কাজী জুলফিকার,  গ্রাম- নরসিংহপুর, থানা- মোল্লাহাট ২৪ আগস্ট  তারিখে অত্র থানার ৩নং গাংনী ইউনিয়নের দারিয়ালা এলাকা হতে ৫০(পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তাতার করা হয়।  নিয়মিত মামলা রুজুর পর  আদালতে প্রেরন করা হয়। আসামী পেশাদার মাদক ব্যবসায়ী।

অপর আসামী মোঃ তাজ মোল্লা (২২), পিতা-মোঃ শহীদ মোল্লা, গাড়ফা দক্ষিনপাড়া, এলাকা হতে দুপর ১ টার  সময় ১নং উদয়পুর ইউনিয়নের দক্ষিন গাড়ফা এলাকা হইতে (মাদকদ্রব্য) গাঁজা সেবনের অপরাধে গ্রেপ্তাতার করা হয়। আসামী একজন অভ্যাসগত মাদকসেবী । বিষয়টি বিবেচনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট এর মাধ্যমে আসামীকে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।