কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্ধ ইউনিয়নের সিকিপাড়া গ্রামে পুকুরে ডুবে মাহাদি নামে দেড় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত শিশু মাহাদি ওই গ্রামের শাহাবুল মোল্লা ও শিলা বেগমের একমাত্র সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিশুটি ঘরে খেলার একপর্যায়ে হঠাৎ সবার অগোচরে বাইরে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর মা শিলা বেগম সন্তানকে দেখতে না পেয়ে চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পশ্চিম পাশে পুকুরে ছেলেকে মাথা নিচের দিকে ও পা উপরের দিকে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা দৌড়ে এসে শিশুটিকে পানির নিচ থেকে তুলে আনলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
খবর পেয়ে আলফাডাঙ্গা থানার এসআই ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশুটির লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহজালাল আলম বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুর মরদেহ উদ্ধার করে প্রাথমিক তদন্ত সম্পন্ন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটি পানিতে ডুবে মারা গেছে। এটি নিছক এক মর্মান্তিক দুর্ঘটনা। এমন একটি কোমল প্রাণের অকাল মৃত্যু আমাদের সকলকেই গভীরভাবে শোকাহত করেছে।
ওসি আরও বলেন,আমরা সকল অভিভাবকদের প্রতি অনুরোধ জানাচ্ছি— ছোট শিশুরা যখন হাঁটাচলা শেখে, তখন তাদের সবসময় নজরদারিতে রাখতে হবে। বাড়ির আশপাশে যদি পুকুর বা জলাশয় থাকে, তা ঢেকে রাখা বা বেড়া দিয়ে নিরাপদ রাখা উচিত।
স্থানীয়দের মতে, প্রাণবন্ত ও হাসিখুশি মাহাদির মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা শিশুটির মাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও তিনি বারবার মূর্ছা যাচ্ছিলেন।

