মৌলভীবাজার জেলা প্রতিনিধি
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা জন্ম ও মৃত্যু নিবন্ধনে অনন্য সাফল্য অর্জন করেছে। নির্ধারিত ৪৫ দিনের শিশুর নিবন্ধন টার্গেট শতভাগ পূরণ করে উপজেলা এখন জেলার মধ্যে শ্রেষ্ঠ অবস্থানে। এই অর্জনের পেছনে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা এবং মাঠপর্যায়ের নিবেদিতপ্রাণ গ্রাম পুলিশদের একত্র প্রচেষ্টাই প্রধান ভূমিকা রেখেছে।
উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, কমলগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধনের শতভাগ লক্ষ্য পূরণ হয়েছে। মাঠপর্যায়ে নিয়মিত তদারকি, তথ্য সংগ্রহ এবং জনগণের মধ্যে সচেতনতামূলক প্রচারণা এই সাফল্যের মূল চাবিকাঠি।
বিশেষভাবে প্রশংসা কুড়িয়েছে সদর ইউনিয়নের গ্রাম পুলিশের মানবিক উদ্যোগ। নবজাতকের জন্মের খবর পেলেই তাঁরা পরিবারে গিয়ে শুভেচ্ছা জানিয়ে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। একইভাবে, কেউ মারা গেলে শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়ে শোকবার্তা প্রদান এবং মৃত্যু নিবন্ধনে সহায়তা করেন।
সদর ইউনিয়নের গ্রাম পুলিশ আল আমিন বলেন,“আমরা প্রতিদিন গ্রামে গ্রামে যাই। নতুন সন্তান জন্ম নিলে প্রথমেই গিয়ে শুভেচ্ছা জানাই ও তথ্য সংগ্রহ করি। কেউ মারা গেলে পরিবারের পাশে দাঁড়িয়ে শোক জানাই এবং দ্রুত নিবন্ধনের কাজ করি। এখন এটা আমাদের মানবিক দায়িত্ব হিসেবেও দেখি।”
মুন্সীবাজার ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা রনি বৈদ্য বলেন,“গ্রাম পুলিশরা নিয়মিতভাবে তথ্য আমাদের কাছে নিয়ে আসেন, ফলে খুব দ্রুত শিশুর নিবন্ধনের আবেদন করা যায়। ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তার তদারকিতে জনগণ এখন অনেক বেশি সচেতন।”
সদর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ সোলেমান হাসান বলেন,“আমরা প্রতিদিন এই কার্যক্রম তদারকি করি এবং সময়মতো সব আবেদন অনলাইনে এন্ট্রি দিই। জন্ম ও মৃত্যু নিবন্ধন এখন মানুষের জীবনের অপরিহার্য অংশ। মাঠের কর্মীদের একত্রে কাজ করার মনোভাবই আমাদের সাফল্যের মূল।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর বলেন,“কমলগঞ্জের প্রতিটি ইউনিয়নে প্রশাসনিক কর্মকর্তা, উদ্যোক্তা ও গ্রাম পুলিশের সমন্বিত প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়। বিশেষ করে গ্রাম পুলিশের মানবিক আচরণ এই সাফল্যের মূল চালিকাশক্তি।”
বিশেষজ্ঞরা মনে করেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন কেবল প্রশাসনিক প্রক্রিয়া নয়, এটি নাগরিক অধিকার নিশ্চিত করার ভিত্তি। শিক্ষা, স্বাস্থ্য, পাসপোর্ট, ভোটার আইডি থেকে শুরু করে সামাজিক নিরাপত্তা কর্মসূচি—সব ক্ষেত্রেই এই নিবন্ধনের তথ্য অপরিহার্য।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.