ব্যক্তিগতভাবে ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার ‘ফিফা দ্য বেস্ট’। প্রতিবছরই বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি বিভিন্ন ক্যাটাগরিতে এই পুরস্কার দিয়ে আসছে। সর্বশেষ ব্যালন ডি’অর জিতেছেন পিএসজির ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে, যেখানে তার সঙ্গে মূল লড়াইটা হয়েছে বার্সেলোনার স্প্যানিশ তারকা লামিনে ইয়ামালের। এবার দুজন ফিফার বর্ষসেরা খেলোয়াড় হওয়ার দৌড়েও লড়বেন। এই প্রতিযোগিতায় আছেন ১১ জন।
গতকাল (বৃহস্পতিবার) রাতে বিভিন্ন ক্যাটাগরিতে বর্ষসেরা খেলোয়াড়দের মনোনয়ন দিয়েছে ফিফা। যেখানে গত এক বছরের পারফরম্যান্সের ভিত্তিতে পুরুষ ও নারী ফুটবলে বর্ষসেরা খেলোয়াড়, গোলরক্ষক, কোচ, ফুটবলভক্ত এবং সেরা একাদশ নির্বাচনের তালিকা প্রকাশ করা হয়েছে। বর্ষসেরা পুরুষ ফুটবলার হওয়ার লড়াইয়ে ১১ এবং বর্ষসেরা নারী ফুটবলার হতে ১৭ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
উসমান দেম্বেলে, আশরাফ হাকিমি, হ্যারি কেইন, কিলিয়ান এমবাপে, নুনো মেন্দেস, কোল পালমার, পেদ্রি, রাফিনিয়া, মোহামেদ সালাহ, ভিতিনহা ও লামিনে ইয়ামাল
সাধারণত ইউরোপীয় ক্লাব ছেড়ে যাওয়ায় সাম্প্রতিক সময়ে ফিফা দ্য বেস্ট ফুটবলার মনোনয়নে লড়তে দেখা যায় না সময়ের অন্যতম দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট তাদের আবারও ব্যক্তিগত এমন পুরস্কার জয়ের পাদপ্রদীপে নিয়ে আসে। এবার তাদের উভয়েই নেই ফিফা দ্য বেস্ট মনোনয়নের তালিকায়। তবে তারা আছেন পুরুষ ফুটবলের সেরা একাদশের মনোনয়নে। ৮৮ ফুটবলারদের মধ্যে ভোটের মাধ্যমে বর্ষসেরা এই একাদশ নির্বাচিত হবে। যেখানে মেসি-রোনালদোসহ আছেন ২২ ফরোয়ার্ড।
ব্যালন ডি’অরের মঞ্চে সেরা কোচ হয়েছিলেন লুইস এনরিকে (পুরুষ) ও সারিনা ওয়েগম্যান (নারী)। এনরিকের অধীনে পিএসজি চ্যাম্পিয়ন্স লিগসহ জিতেছে শিরোপার ট্রেবল। অন্যদিকে, ওয়েগম্যানের ইংল্যান্ড সর্বশেষ নারী ইউরো চ্যাম্পিয়নশিপে শ্রেষ্ঠত্বের মুকুট পরেছে। এই দুজন ফিফা থেকেও বর্ষসেরা কোচ হওয়ার মনোনয়ন পেয়েছেন। পুরুষ ফুটবলে বর্ষসেরা কোচের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন– হাভিয়ের আগুইরে, মিকেল আর্তেতা, লুইস এনরিকে, হ্যান্সি ফ্লিক, এনজো মারেসকা, রবার্তো মার্টিনেজ ও আর্নে স্লট।
এ ছাড়া বর্ষসেরা নারী ফুটবল কোচ হওয়ার দৌড়ে আছেন– সোনিয়া বম্পাস্টর, জোনাতান গিরালদেজ, সেব হাইনস, রেনে স্লেগারস, সারিনা ওয়েগম্যান।
বর্ষসেরা গোলরক্ষক মনোনয়ন
পুরুষ : অ্যালিসন বেকার, থিবো কোর্তোয়া, জিয়ানলুইজি দোন্নারুমা, এমিলিয়ানো মার্টিনেজ, ম্যানুয়েল নয়্যার, ডেভিড রায়া, ইয়ান সোমার, ভয়চেক সিজনি
নারী : অ্যান-কাটরিন বার্গার, কাটা কোল, ক্রিস্টিয়ান এন্ডলার, হান্নাহ হ্যাম্পটন, আনা মুরহাউস, চিয়ামাকা এননাদোজি, ফ্যালন তুলিস-জয়সি
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.