স্টাফ রিপোর্টার
চিতলমারীতে রাস মেলা উৎসবে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু পরিদর্শন করে মেলায় আগত হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা জনসম্পৃক্ত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।
বুধবার (৫ নভেম্বর) রাত ১১টার দিকে চিতলমারী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের দড়ি উমাজুড়ি গ্রামের রাধা গোবিন্দ মন্দির এবং হিজলা ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের রাধা গোবিন্দ মন্দিরে বিএনপির উদ্যোগে পৃথকভাবে এই শুভেচ্ছা বিনিময় ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নেতা ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু বলেন,
“হিন্দু-মুসলমান সবাই মিলেই আমরা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশটি অর্জন করেছি। এখন সময় এসেছে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে পুনর্গঠনের। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে—যেখানে হিন্দু, মুসলিম, খ্রিষ্টান, বৌদ্ধ সবাই এক পরিচয়ে বাংলাদেশী।”
সভায় পৃথকভাবে সভাপতিত্ব করেন সন্তোষপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম এবং হিজলা ইউনিয়ন বিএনপির সভাপতি আ. রহমান গাজী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. মমিনুল হক টুলু বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. শরিফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক, সাবেক সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডু, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট অসীম কুমার সমাদ্দার, শিপন মুন্সি, অ্যাডভোকেট বলাই চাঁদ বিশ্বাস, অ্যাডভোকেট তপন কুমার ব্রহ্ম, অ্যাডভোকেট উৎস কুমার বৈরাগী, অ্যাডভোকেট সমর পান্ডে, অ্যাডভোকেট বিজন কুমার বিশ্বাস, উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া মিলন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নিয়ামত আলী খান, সদস্য সচিব কাশীনাথ বৈরাগী এবং চরবানিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ জাহিদুর রহমান প্রমুখ।

