কলাপাড়া (পটুয়াখালী )প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় সাত মাস বয়সী গর্ভবতী একটি গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে সুলতান (৫৫) নামের কসাইকে ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার বেলা ১১ টায় উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতিবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক।
অভিযানে কলাপাড়া থানা ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সহযোগিতা করেছেন। এসময় বানাতি বাজার বাবা কি হইছে বাজার কমিটির সভাপতিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক বলেন, বানাতি বাজার৷ সংলগ্ন খালপাড়ে পশুজবাই ও গর্ভবতী পশু জবাইয়ের অপরাধে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০২১-এর ৮ বিধি লংঘনের অপরাধে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ২৪ ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.