জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে শহরের স্টেশন রোডে জেলা বিএনপির কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বিএনপি মনোনীত জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাসুদ রানা প্রধান, জাতীয় সংসদের সাবেক হুইপ আবু ইউসুফ মো. খলিলুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ ওহাব সহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
পরে দেশ ও জনগণের শান্তি কামনায়, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ও তারেক রহমানের দেশে ফেরার জন্য দোয়া কামনা করে মোনাজাত পরিচালনা করেন সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।
এ ছাড়া নেতাকর্মীদের নিয়ে এক বিশাল র্যালী বের হয়ে তা শহর প্রদক্ষিণ শেষে সার্কিট হাউজ মাঠে গিয়ে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.