মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার মহম্মদপুর উপজেলা সদর বাজারের ডাকবাংলো রোডস্থ সাবেক কৃষি ব্যাংকের দোতলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) জুমার নামাজের আগে উপজেলার দক্ষিণ পাশে পোস্ট অফিস সংলগ্ন সাবেক কৃষি ব্যাংকের দ্বিতীয় তলায় নতুন এই পার্টি অফিসের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান, মাগুরা-২ আসনের ধানের শীষের প্রার্থী ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
উদ্বোধনী পর্ব শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র সদস্য ও উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক অধ্যক্ষ মো. মৈমুর আলী মৃধা।
আলোচনায় অংশ নেন জেলা বিএনপি’র সদস্য ও মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ (অব.) মোহা. মতিউর রহমান, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট রোকনুজ্জামান খান, বিএনপি নেতা ড. মো. রইচ উদ্দীন, ধোয়াইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, বণিক সমিতির সভাপতি মো. আকতারুজ্জামান বিল্লাহ, উপজেলা যুবদলের আহবায়ক মো. তরিকুল ইসলাম তারামিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আরিফুজ্জামান মিল্টন, সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম রান্নু, জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক মো. আহসান হাবীব খান সোহেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে হবে।

