খুলনা প্রতিনিধি
খুলনার খালিশপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী ফয়েজ মাহমুদকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার ভোররাতে বসুন্ধরার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়। এরপর খুলনা ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ওসি তৈমুর ইসলাম জানান, “কয়েকদিন ধরে আমরা কাজী ফয়েজকে খুঁজছিলাম। গোয়েন্দা সূত্রে জানতে পারি তিনি ঢাকার বসুন্ধরায় অবস্থান করছেন। খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি খুলনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন।”
পুলিশের তথ্য অনুযায়ী, কাজী ফয়েজের বিরুদ্ধে খালিশপুর থানায় নাশকতা ও একাধিক অভিযোগ রয়েছে। অভিযোগ আছে, তিনি নিজের পরিচয় ব্যবহার করে বিভিন্ন স্থানে প্রভাব খাটাতেন। তার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ আবু নাসের হাসপাতালের আউটসোর্সিং কাজেও অর্থের অনিয়মের অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর খুলনার বিভিন্ন এলাকায় আনন্দের ছটা দেখা দিয়েছে। স্থানীয়রা মিষ্টি বিতরণ করে এ খবর উদযাপন করছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.