ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নিশ্চিতপুর গ্রামের মৃত কাছম আলীর ছেলে মো. ইউসুফ (৫৫) এবং আব্দুল আলীমের ছেলে মুসলিম মিয়া (৪৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৭ নভেম্বর) সকাল ৬টার দিকে সরাইল-নাসিরনগর সড়কের সরাইল বড্ডাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করে। ট্রাকচালককে আটক করা হয়েছে, পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.