মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুর পৌরশহরের প্রাণকেন্দ্র ইসলামপাড়ার ঐতিহ্যবাহী আনসার মাঠে লিজেন্ড কাপ–৫:টি২০ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালবেলার কুয়াশা ভেদ করে মাঠের প্রতিটি কোণে প্রতিধ্বনিত হচ্ছে ব্যাট–বলের শব্দ— যেন ঘোষণা দিচ্ছে, বিরামপুরে শুরু হয়েছে স্থানীয় ক্রিকেটের সবচেয়ে বড় উৎসব “লিজেন্ড কাপ–৫ (BLCC Season-5)”।
শুক্রবার ( ১৭ নভেম্বর ২০২৫) সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এবারের টুর্নামেন্টের। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় এসকে ট্যুর এন্ড ট্রাভেলস ও এডি এক্সপ্রেস। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় এসকে ট্যুর এন্ড ট্রাভেলস। ব্যাটিংয়ে নেমে এডি এক্সপ্রেস নির্ধারিত ২০ ওভারে ২৬৮ রানের বিশাল লক্ষ্য দাঁড় করায়। জবাবে ব্যাট করতে নেমে এসকে ট্যুর এন্ড ট্রাভেলস ১৮ ওভারে সবক’টি উইকেট হারিয়ে সংগ্রহ করে ২০৬ রান। ফলে ৬২ রানের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে এডি এক্সপ্রেস।
দুপুর ৩টায় উদ্বোধন হয় ভিক্টর ক্রিকেট লীগ জুনিয়র-২০২৫-২৬ (VCL Junior) টুর্নামেন্টের। উদ্বোধনী খেলায় অংশ নেয় +FOR R S এবং A R CHANGEER। টচে জীতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় A R CHANGEER দল । +FOR R S ৯ উইকেট হারিয়ে ১৫ ওভারে ১০৯ রান সংগ্রহ করে।A R CHANGEER ১১০ রানের টার্গেটে ব্যাট করে ৭ উইকেটে জয়লাভ করে। তরুণ ক্রিকেটারদের অংশগ্রহণে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ, দর্শকদের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো আনসার মাঠ।
এবারের লিজেন্ড কাপের খেলায় মোট ১৪টি দল অংশ নিচ্ছে — জে পি ওয়ারিয়র্স, আয়াস ওয়ারিয়র্স, লিজেন্ড ফাইটার্স, বেলাল হার্ডওয়ার এন্ড সেভেন কিংস, হোসেন এগ্রো স্টারস, পদ্মকলি কিংস, দেওয়ান এন্টারপ্রাইজ, পিবি ফাইটার্স, এম আর ট্রেডার্স, এডি এক্সপ্রেস, এন আর ব্রাদার্স, বন্ধু/৯৭, এসকে ট্যুর এন্ড ট্রাভেলস এবং উদয় ক্লাব (সংঘ)। এছাড়াও ভিক্টর ক্রিকেট লীগ জুনিয়র টি২০ টুর্নামেন্টে অংশগ্রহণ করে ৬ টি দল।
প্রত্যেক দলে থাকছে ১৪ জন খেলোয়াড় এবং একজন ইম্প্যাক্ট খেলোয়াড়। খেলা অনুষ্ঠিত হবে ২০ ওভার ফরম্যাটে, যা স্থানীয় ক্রিকেটপ্রেমীদের জন্য নতুন উত্তেজনা ও প্রাণচাঞ্চল্য যোগ করছে। খেলা সরাসরি সম্প্রচার করা হচ্ছে বিরামপুর লিজেন্ড কাপ ক্রিকেটের অফিসিয়াল ফেসবুক পেজে, যাতে বিশ্বের যেকোনো প্রান্ত থেকেই খেলা উপভোগ করা যায়।
লিজেন্ড কাপের এই আয়োজনের সূচনা হয়েছিল ২০২৩ সালের ১৭ নভেম্বর, মাত্র ছয়টি দল নিয়ে। উদ্দেশ্য ছিল— কর্মব্যস্ত জীবনের মাঝেও বয়স্ক ও অভিজ্ঞ ক্রিকেটারদের জন্য শুক্রবারের সকালটিকে আনন্দ ও খেলায় ভরপুর করে তোলা। সেই ক্ষুদ্র উদ্যোগ এখন বিরামপুরের ক্রিকেট সংস্কৃতির এক ঐতিহ্যে রূপ নিয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— খেলা পরিচালনা কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ তোজাম্মেল হক মনা, রুবেল ইসলাম, মোজাফফর রহমান, আব্দুর রাজ্জাক, ইস্তামুল হক ও মেজবাউল আলম লাইজু প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন ভিক্টর স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক কাদিরুজ্জামান প্রিন্স, সহ-সভাপতি মনজুরুল হক রতন, সাংগঠনিক সম্পাদক রেজোয়ান, ক্লাবের সদস্য আবু হোসেন, আলী হোসেন, জিয়া এবং প্রবীণ খেলোয়াড় রফিকুল ইসলাম রফিকসহ অনেকে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.