কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনগুলো।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে ঐতিহাসিক দিবসটি উপলক্ষে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী লিটন, সাবেক যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান পলাশসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জাতীয় জীবনে ৭ নভেম্বর একটি ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ দিন। একসময় এই দিনে সরকারি ছুটি থাকলেও বর্তমান আওয়ামী সরকার তা বাতিল করেছে। বক্তারা আরও বলেন, আসন্ন নির্বাচনে কাউনিয়া আসনে বিএনপির মনোনীত প্রার্থী জননেতা আলহাজ্ব এমদাদুল হক ভরসাকে বিজয়ী করতে সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.