তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
শিক্ষার্থীদের মেধা, উৎসাহ ও সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে একটি সুন্দর আগামীর পথে এগিয়ে নিতে সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত হয়েছে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫।
শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত তালা বি.দে. সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় চার শতাধিক শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে অংশ নেয়।
অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান কিশোর কণ্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জুবায়ের হোসেন বলেন,“কিশোর কণ্ঠ পড়বো, জীবনটাকে গড়ব” — এই স্লোগানকে সামনে রেখে আমরা এ মেধাবৃত্তি আয়োজন করেছি। কোমলমতি শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। আমাদের লক্ষ্য ভবিষ্যৎ প্রজন্মকে সৎ, যোগ্য, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা।”
পরীক্ষা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা এমন আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.