ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের বোয়ালমারী বাজারে বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনার একপর্যায়ে সংঘর্ষ, অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
জানা গেছে, ফরিদপুর-১ আসনে দীর্ঘদিন ধরে দুই মনোনয়নপ্রার্থীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দলীয় বিভাজন চলে আসছিল। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন সাবেক সাংসদ ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, আর অন্য পক্ষের নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু।
৭ নভেম্বর বিকেলে উভয় পক্ষ পৃথক কর্মসূচি আহ্বান করায় বোয়ালমারী বাজারে শত শত নেতা-কর্মী জড়ো হন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিকাল সাড়ে চারটার দিকে নাসিরুল ইসলামের পক্ষের কয়েকশ লোক লাঠিসোটা, ইট-পাটকেল নিয়ে শামসুদ্দিন মিয়া ঝুনু সমর্থিতদের অফিসে হামলা চালায়। এ সময় অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটে, পাশাপাশি আশেপাশের অন্তত ৮-১০টি দোকান ও ৮-১০টি মোটরসাইকেলে আগুন লাগানো হয়।
প্রায় এক ঘণ্টা চলা ধ্বংসযজ্ঞের পর ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত হতাহতের কোনো সংখ্যা জানা যায়নি।

