আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনি উপজেলায় কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় বুধহাটা বাহাদুরপুর ভূবন মোহন কলেজিয়েট স্কুলে এক ঘন্টা ধরে পরীক্ষা নেওয়া হয়।
পরীক্ষায় উপজেলার ৪র্থ থেকে ১০ম শ্রেণির মোট ৪৪৭ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। এতে ৪র্থ শ্রেণিতে ৮২ জন, ৫ম শ্রেণিতে ৯০ জন, ৬ষ্ঠ শ্রেণিতে ৬৫ জন, ৭ম শ্রেণিতে ৭৭ জন, ৮ম শ্রেণিতে ৬৩ জন, ৯ম শ্রেণিতে ২৩ জন ও ১০ম শ্রেণিতে ৪৫ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে।
পরীক্ষার প্রশ্নপত্রে পাঠ্যপুস্তকের উপর ৯৫ এবং সাধারণ জ্ঞানের ৫ নম্বরের প্রশ্ন ছিল। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের ভুল উত্তরের জন্য ০.২০ মার্ক কর্তনের বিধান থাকছে।
উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সাধারণ গ্রেড ও ট্যালেন্টপুল অনুযায়ী সনদ, ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হবে। এছাড়া শ্রেণি ভিত্তিক সর্বোচ্চ মার্ক প্রাপ্ত ৭ জন শিক্ষার্থীকে একটি করে বাইসাইকেল প্রদান করা হবে।
পরীক্ষা কেন্দ্রে সচিবের দায়িত্বে ছিলেন মোখলেছুর রহমান। ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ইয়াছিন আরাফাত ও জেলা প্রতিনিধি আনিছুর রহমান উপস্থিত ছিলেন। একই সময়ে ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার প্রতাপনগরসহ জেলার সকল উপজেলায় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.