ফেনী প্রতিনিধি
চেয়েছিলেন দলের মনোনয়ন কিন্তু মনোনয়ন বঞ্চিত হয়ে ধানক্ষেতে গিয়ে অভিনব প্রতিবাদ জানালেন ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল।
শুক্রবার(৭ নভেম্বর) সকালে তিনি ধানক্ষেত গিয়ে ক্রিকেট ম্যাচে আম্পায়ারের ভঙ্গিতে রিভিউ আবেদনের মত হাত তুলে তার ফেসবুক আইডিতে সে ছবি পোস্ট করলে মুহুর্তে তা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে পড়ে। এ নিয়ে নেটিজেনরা আলালের এ ব্যাতিক্রমী এ প্রতিবাদ কে সুস্থধারার রাজনৈতিক প্রজ্ঞা বলে মন্তব্য করছেন।
জানা যায়, ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২( সদর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু গত ৩ নভেম্বর বিএনপি মহাসচিব যে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী তালিকা ঘোষণা করেছেন তাতে তার নাম ছিলোনা। এ নিয়ে মনোনয়ন দৌড়ে হেরে গিয়ে প্রতিবাদ স্বরুপ নতুন করে মনোনয়ন পূর্ণ:বিবেচনার জন্য দলের হাই কমান্ডের দৃষ্টি আকর্ষণ করে ধানক্ষেত গিয়ে আম্পায়ারের ভঙ্গিতে "রিভিউ" এর জন্য আবেদন করেছেন বলে জানান তিনি।
আলালের ঘনিষ্ঠ জনেরা জানান, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে আলাল দলের সদস্য সচিব হিসেবে দলের যাবতীয় আদেশ নির্দেশ বাস্তবায়ন করেছেন। তাছাড়া বহু তিনি হামলা-মামলার শিকার হয়েছেন। তাই মনোনয়ন তার প্রাপ্য ছিলো। তাই যেখানে বিএনপির মনোনয়ন বঞ্চিত হয়ে অনেকে বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ, ভাংচুর, প্রতিপক্ষের বুকে গুলি পর্যন্ত করছেন, সেখানে আলালের এমন শান্তিপূর্ণ প্রতিবাদ প্রশংসার দাবী রাখে।
এ বিষয়ে জানতে চাইলে ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, ফেনী জয়নাল হাজারীর সময় সারাদেশে "লেবানন" হিসেবে পরিচিত ছিলো। এর পর নিজাম হাজারীর সময় নির্বাচন গুলো "ফেনী স্টাইল" নামে সরাদেশে পরিচিত ছিলো। আর এখন আমরা একটি পরিবর্তীত যুগে এসে প্রতিবাদের ভাষায় ভিন্নতা এনেছি।প্রতিবাদ ভিন্নভাবে ও জানাতে পারে ফেনীর মানুষ। যাতে আগামী প্রজন্ম জানতে পারে তাদের প্রতিবাদের ভাষা ভিন্ন হলেও এটি দেশের মানুষ তা গ্রহন করেছে। আমিও চাই এ প্রতিবাদের মধ্য দিয়ে ফেনী-২আসনটি রিভিউ করা হোক এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমান যাতে ফেনী-২ আসনটি রিভিউ করে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.