লালপুর (নাটোর) প্রতিনিধি
১৩ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলসের (নবেসুমি) ২০২৫–২৬ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান মিলের ডোঙ্গায় আখ নিক্ষেপের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মৌসুমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিএসএফআইসি চেয়ারম্যান ও অতিরিক্ত শিল্প সচিব রাশিদুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব মো. নূরুজ্জামান, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তারিকসহ অন্যান্য কর্মকর্তারা।
মিল সূত্রে জানা যায়, চলতি মৌসুমে ১২৬ দিনে ২ লাখ মেট্রিক টন আখ মাড়াই করে ৬.৫০ শতাংশ আহরণ হারে ১৩ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষকদের মাঝে ইতোমধ্যে ১৫ কোটি টাকা কৃষিঋণ বিতরণ করা হয়েছে এবং ১৭ হাজার ৫০০ একর জমিতে আখ চাষ হয়েছে।
এ বছর প্রতি কুইন্টাল আখের দাম ৬২৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করা হবে। মিল গেটে প্রতি মন আখের দাম ২৫০ টাকা এবং ক্রয়কেন্দ্রে ২৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
গত মৌসুমে (২০২৪–২৫) মিলটি ১ লাখ ৯৫ হাজার ৯৪১ মেট্রিক টন আখ মাড়াই করে ১১ হাজার ৩২৪ মেট্রিক টন চিনি উৎপাদন করেছিল।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.