ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির নলছিটিতে বাস,সিএনজি ও অটো রিকশার ত্রিমুখী সংঘর্ষে আনোয়ার আকন (৩৮) নামে এক র্যাব সদস্যের মৃত্যু হয়েছে। এসময় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।তাদের উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার দপদপিয়া ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার আকন (৩৮) দপদপিয়া ইউনিয়নের দুধরিয়া এলাকার আঃ খালেক আকনের ছেলে। তিনি বর্তমানে র্যাব-৪ কর্মরত ছিলেন।
অপর দিকে দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার প্রতাপ এলাকার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে আয়ফুল বেগম (৭০) নামে এক পথচারী গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন।
নিহত আয়ফুল বেগম ঢাপর এলাকার মৃত কাছেম আলী হাওলাদারের স্ত্রী। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, দুপুরে প্রতাপ এলাকায় এক নারী নিহত হয়েছেন।বিকেলে বাস ও অটোরিকশা সংঘর্ষ একজন নিহত হয়েছেন।তাদের মরদেহ পুলিশ উদ্ধার করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.