মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে ৮ গ্রামের প্রায় ২০ হাজার মানুষের চলাচলের একমাত্র রাস্তায় একটি পাকা ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে জোনাইল বাজারে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বালিজুড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শিবলুল বারী রাজু, উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক মুহাম্মদ হামিদুর রহমান, রাশেদ খান রিটু, আকাশ হোসেন, মো. তাহেরুল ইসলাম প্রমুখ।
বক্তারা জানান, মাদারগঞ্জ উপজেলার জোনাইল বাজার ফকিরবাড়ী সংলগ্ন ভূরভূরে বিলের ওপর নির্মিত ব্রিজটি প্রায় ৩৭ বছর আগে বন্যার পানির স্রোতে ভেঙে যায়। এরপর থেকে বারবার দাবি জানালেও ব্রিজটি পুনর্নির্মাণে প্রশাসন বা কোনো জনপ্রতিনিধি উদ্যোগ নেননি।
বক্তারা আরও বলেন, ব্রিজটি না থাকায় প্রতিদিন ছাত্র-ছাত্রী, শিক্ষক, কৃষক ও ব্যবসায়ীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়রা এখন বাধ্য হয়ে ৩ থেকে ৪ কিলোমিটার পথ ঘুরে উপজেলা সদর ও জোনাইল বাজারে যাতায়াত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.