চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচির প্রচারের অংশ হিসেবে চট্টগ্রামের চন্দনাইশে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে বরকল ও বরমা এলাকার বিভিন্ন স্থানে এ কর্মসূচি পরিচালনা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং চট্টগ্রাম-১৪ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী।
লিফলেট বিতরণকালে জনসাধারণের সঙ্গে মতবিনিময়ের সময় মো. নাজিম উদ্দিন চৌধুরী বলেন, “জনগণের ভোটাধিকার, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্যই বিএনপি ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে। এর মূল লক্ষ্য একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা, যেখানে মানুষ নিরাপদে কথা বলতে পারবে, ন্যায়বিচার পাবে এবং মৌলিক অধিকার নিশ্চিত হবে।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল মাবুদ, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন চৌধুরী মিন্টু, শহিদ খান, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইউনুস বাবুল, বরকল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম চৌধুরী, আবদুর রহিম চৌধুরী, আকতার হোসেন চৌধুরী, পৌর যুবদলের সাবেক সদস্য সচিব জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আল মোহাম্মদ হিরু, উপজেলা যুবদলের সদস্য সচিব নেছার উদ্দিন চৌধুরী, আবদুল্লাহ আল হারুন, কামাল মেম্বার, আবদুর রহমান, মোহাম্মদ ফারুক ও আনিসুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.